এবার ওয়েব সিরিজে জুটি সোহম-শ্রাবন্তী

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২০, ০৯:৩৩
অ- অ+

বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন শ্রাবন্তী-সোহম জুটি। ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘দুজনে’তে দেখা যাবে টলিপাড়ার এই জনপ্রিয় দুই অভিনয়শিল্পীকে।

রবিবার থেকেই শুরু হয়েছে ওয়েব সিরিজটির শুটিং। এটির গল্প থ্রিলার ঘরানার। এখানে স্বামী-স্ত্রী অহনা ও অমরকে একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে দেখা যাবে। এই দুই চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী ও সোহম। ইতোমধ্যেই প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে অহনা ও অমরের ফার্স্ট লুক।

এই ওয়েব সিরিজটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ইনটিউশন’। পরে নাম বদলে ‘দুজনে’ করা হয়েছে। কেরিয়ারে প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করে শ্রাবন্তী বলেন, ‘আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে অত্যন্ত খুশি লাগছে। সেটিও আবার সোহমের সঙ্গে। এসভিএফ হাত ধরে সোহমের সঙ্গেই আমার বাংলা চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলাম। আর এখন এটা করছি হইচই-এর সঙ্গে। ‘দুজনে’তে একটা দুর্দান্ত গল্প রয়েছে। এটির স্ট্রিমিংয়ের জন্য আর বেশি অপেক্ষা করতে হবে না!’

সোহম বলেন, ‘সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে আমি আমার প্রথম ওয়েব সিরিজের জন্য প্রস্তুত হয়েছি! ‘দুজনে’ শুধু একটি থ্রিলার গল্পই নয়, এটা একটা প্রেমের গল্পও। আমি আবারও শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। আশা করি, দর্শকরা আমার ছবির জন্য যেভাবে পাশে থেকেছেন, তেমন এটার জন্যও পাশে থাকবেন।’

ঢাকাটাইমস/০৯নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
আজ যে অঞ্চলে ঝড় হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা