বিরাটদের সামনে কঠিন টার্গেট দিল অজিরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২০, ১৪:০৭

সিরিজের প্রথম ম্যাচেই অজিদের ব্যাটিং দাপট৷ ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা টিম ইন্ডিয়ার বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন অজি ব্যাটসম্যানরা৷ প্রথম দুই ওপেনারের দেড়শো রানের পার্টনারশিপে বড় রানের ভিত গড়েছিল অস্ট্রেলিয়া৷ টি-২০ ঢংয়ে ব্যাটিং করে বিরাটদের কঠিন টার্গেট দিল অজিবাহিনী৷

শক্ত ভিতের উপর রানের ইমারত গড়ল অস্ট্রেলিয়া৷ অ্যারন ফিঞ্চ ও স্মিথের দুরন্ত সেঞ্চুরি এবং ডেভিড ওয়ার্নারের হাফ-সেঞ্চুরি ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংসে বিরাট কোহলির সামনে ৩৭৫ রানের টার্গেট রাখল অস্ট্রেলিয়া৷ এসসিজি-তে সিরিজের প্রথম টস জিতে প্রথম ব্যাটিং করে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন অজি ব্যাটসম্যানরা৷

ওপেনিং জুটি ওয়ার্নার ও ফিঞ্চ ১৫৬ রান যোগ করে দিনের শুরুটা করেছিলেন৷ তারপর স্মিথ ও ম্যাক্সওয়েল বিরাটের বোলার ক্লাবস্তরে নামিয়ে এনে অস্ট্রেলিয়াকে সাড়ে রানের গণ্টি পার করান৷ ব্যক্তিগত ১১৪ রানে অজি ক্যাপ্টেন ফিঞ্চ জসপ্রীত বুমরাহের শিকার হন৷ ১২৪ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকান ফিঞ্চ৷ পাঁচ ম্যাচ পর ওয়ান ডে ক্রিকেটে উইকেট পেলেন বুমরাহ৷ তার আগে অবশ্য ওয়ান ডে ক্রিকেটে এদিন তাঁর ১৭তম সেঞ্চুরিটি করেন ফিঞ্চ৷

এর আগে ওয়ার্নারকে ব্যক্তিগত ৬৯ রানে ফেরান মহম্মদ শামি৷ ওয়ার্নার ফিরে যাওয়ার পর ব্যাট হাতে দাপট দেখান স্মিথ৷ মাত্র ৬২ বলে ১০টি বাউন্ডারির ও ৪টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছন প্রাক্তন অজি অধিনায়ক৷ অজি ক্রিকেটারদের মধ্যে এটি তৃতীয় দ্রুততম ওয়ান ডে সেঞ্চুরি৷ শেষ ইনিংসের শেষ ওভারে শামির বলে ১০৫ রান করে আউট হন৷ ওয়ান ডে ক্রিকেটে এদিন তাঁর দশম সেঞ্চুরিটি করেন স্মিথ৷

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :