কাফরুল থানা যুবদল নেতা সাইফুল গ্রেপ্তার

কাফরুল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একাধিক মামলার ওয়ারেনভুক্ত আসামি।
রবিবার বিকেলে মিরপুর সেকশন ১৩ এর ৪ নম্বর ওয়ার্ড বাইশটেকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সাইফুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। ওয়ারেন্টের ভিত্তিতে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে সাইফুল ইসলামের বিরুদ্ধে সব মামলাগুলো রাজনৈতিক প্রতিহিংসার মামলা বলে দাবি করে সাইফুল ইসলামের পরিবার।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/কারই/কেআর)

মন্তব্য করুন