মিথ্যা সংবাদের প্রতিবাদে ইফা’র কেয়াটেকারের সংবাদ সম্মেলন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২১, ১৭:৫৪
অ- অ+

মানিকছড়ি ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাধারণ কেয়ারটেকার মঈনুল হকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। ১৯ জানুয়ারি দুপুর ১২টায় মানিকছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

এসময় লিখিত বক্তব্যে মঈনুল হক জানান, গত ১৪ বছর যাবৎ সুনামের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যথাযথ দায়িত্ব পালন করে আসছেন তিনি। একটি চক্র তার পারিবারিক ও দায়িত্বকালীন দক্ষতা ও সুনাম ক্ষুন্ন করার পরিকল্পনার অংশ হিসেবে গত ৫ জানুয়ারি একাধিক ফৌজদারী মামলা,ভূমি দখল, ভূয়া কেন্দ্র স্থাপন ও ইফা মানিকছড়ি কার্যালয়ে অনৈতিক কর্মকাণ্ড উল্লেখ করে অনলাইন ও পত্রিকাতে সংবাদ পরিবেশন করে। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।’

তিনি বলেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অবৈধ ভূমি দখল ও একাধিক মামলার প্রতিবাদে তিনি আরো বলেন, ‘সিআর নং-২০৫/২০ এবং জিআর নং-৭৮/১৪ আদালত আমাকে সকল অভিযোগ থেকে অব্যহতি দিয়েছে। যার ডকুমেন্ট আমার কাছে রয়েছে।’

এছাড়াও গোদাতলী জামে মসজিদের কেন্দ্রটি ভূয়া নয় উল্লেখ করে তিনি জানান, গত ৭ ডিসেম্বর-২০ ইফা উপ-পরিচালক মনজুরুল আলম মাসিক সমন্বয় সভায় কেন্দ্রের শিক্ষক ইকবাল হোসেন উপস্থিত হাজিরা প্রদান করেন ও বেতন রেজিস্টারে তার নিজ স্বাক্ষর করেন।

তিনি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।’

এসময় গোদাতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান, অভিভাবক সদস্য ও মসজিদ কমিটির কোষাদক্ষ ইব্রাহিম, দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক কেএম বিন ইয়ামিন ও চেংগুছড়া এবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা