সবার আগে করোনার টিকা নিতে চান অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৯:৩২| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৬
অ- অ+

সুযোগ হলে সবার আগেই করোনাভাইরাসের টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ভারত থেকে করোনার ২০ লাখ ডোজ টিকা দেশে আসার পর সরকারের প্রথম কোনো মন্ত্রী টিকা নেয়ার আগ্রহের কথা জানালেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি ভ্যাকসিন নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার।’

বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানে করে ভারত থেকে ২০ লাখ করোনার টিকা আসে বাংলাদেশে। দেশটির সরকার উপহার হিসেবে এই টিকা দিয়েছে।

টিকা আসার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগে সাধারণ মানুষকে টিকা দেয়া হবে। যাদের আগে প্রয়োজন তাদের টিকা দেয়া হবে।

এরপর বিকালে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজে প্রথম টিকা নেয়ার আগ্রহের কথা জানান আ হ ম মুস্তফা কামাল।

করোনা টিকা নেবেন কি না এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে। যারা বয়স্ক না, আপনার (সাংবাদিক) লাগবে না, আমি বয়স্ক আমার লাগবে।’

ভারতীয় প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত টিকাগুলোর উদ্ভাবক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা।

বাংলাদেশ সরকার এই টিকার তিন কোটি প্রয়োগ করবে। সিরাম থেকে টিকা আনবে বেক্সিমকো ফার্মা আর সরকার টিকা নেবে সেই প্রতিষ্ঠান থেকে।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা