সূচকের পতনে বেড়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৫:১৩ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২১, ১৫:১১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সবগুলো সূচকের পতন হলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
অপর দিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।
উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, দিন শেষে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৮৫ কোটি ২২ লাখ ৯ হাজার টাকা। যা আগের দিনের তুলনায় ১২৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা বেশি। লেনদেনে অংশ নেয়া ৩৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২০২টি এবং অপরিবর্তিত রয়েছে ৮১টি কোম্পানির শেয়ারের দর।
সর্বশেষ গত রবিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর কমে ছিলো বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ারের দর।
সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬৯৮ টাকা, যা আগের দিনের তুলনায় ৪ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার ৭২২ টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৩টি কোম্পানির। দর কমেছে ১৪৫টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেযার ও ইউনিটের দর।
জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৭৮৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২০২ পয়েন্টে।
অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৭ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৭৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪১৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮৪ পয়েন্টে। সিএসআই ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬১ পয়েন্টে।
(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

সেবা প্রত্যাশী টার্গেট গ্রুপের সঙ্গে বিএইচবিএফসি’র মতবিনিময় সভা

টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির হটস্পট হিসেবে আবির্ভূত হচ্ছে দেশ: শিল্পমন্ত্রী

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন‌্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ক্যাপিটাল

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

এনআরবি ব্যাংক এবং এ এম জেড হাসপাতালের মধ্যে চুক্তি 

সোশ্যাল ইসলামী ব্যাংকের ফুটবল টিমের জার্সি উন্মোচন

বে গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি শামসুর রহমান মারা গেছেন

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

এই বিভাগের সব খবর

শিরোনাম :