ব্রাহ্মণবাড়িয়ায় চোখ উপড়ে-জিহ্বা কেটে বৃদ্ধকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৫
অ- অ+

মাহফিল থেকে ফেরার পথে মিলন সরদার (৮০) নামে এক বৃদ্ধের চোখ উপড়ে ও জিহ্বা কেটে হত্যা করা হয়েছে। পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে কান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিলন সরদার ওই এলাকার মৃত তালেব আলীর ছেলে।

গৌরনগর গ্রামে আজইরা গোষ্ঠী ও সরকার গোষ্ঠীর মধ্যে নানান বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের জেরে দুই পক্ষে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে গ্রামে একটি মাহফিল চলছিল। সেই মাহফিল থেকে ফিরছিলেন সরকার গোষ্ঠীর মিলন সরদারসহ কয়েকজন। পথিমধ্যে আজইরা গোষ্ঠীর লোকজন হামলা করে মিলন সরদারসহ কয়েকজনকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় মিলন সরদারের চোখ উপড়ে ফেলা হয় এবং জিহ্বা কেটে ফেলা হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।

এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রহুল আমিন জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে মিলন সরদার নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা