মুন্সীগঞ্জে ৩৫ মণ জেলিযুক্ত বিষাক্ত চিংড়ি জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২১, ১৫:৪৫
অ- অ+

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে জেলিযুক্ত বিষাক্ত ৩৫ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শিমুলিয়াঘাট এলাকায় এসএ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

শুক্রবার বেলা ১২টার দিকে বিষাক্ত চিংড়ি মাছগুলো কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেয়া হয়। জব্দকৃত মাছগুলোর দাম প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

মাওয়া কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে আগত ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১৪টি বক্সে ৩৫ মন বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। তবে এ সময় মাছের সঙ্গে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি। এসব বিষাক্ত জেলি মেশানো চিংড়ি খেয়ে ক্যানসারসহ কিডনির কঠিন রোগ হতে পারে।

অভিযানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশন মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা আসাদুজ্জামান আসাদসহ কোস্টগার্ড ও মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/৫মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা