চাটমোহরে অটো বোরাকের ধাক্কায় বৃদ্ধা নিহত

পাবনার চাটমোহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটো বোরাকের ধাক্কায় জুলেখা খাতুন (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে চাটমোহর-পাবনা সড়কের তেনাপির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার মথুরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে চাটমোহর-পাবনা সড়কের তেনাপির বটতলা এলাকায় কোনো দিকে না দেখে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধা জুলেখা। আচমকা একটি দ্রুতগামী অটো বোরাক এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বোরাকের ধাক্কায় মাথা এবং বুকে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন ওই বৃদ্ধা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান জুলেখা খাতুন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর স্বজনরা জুলেখা খাতুন নামের ওই বৃদ্ধার লাশ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
(ঢাকাটাইমস/১২মার্চ/কেএম)

মন্তব্য করুন