সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতার চেহলাম ও দোয়া মাহফিল

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২১, ১৮:০২

সিকদার গ্রুপ অফ কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের চেহলাম ও দোয়া মাহফিল গত সোমবার বাদ জোহর ধানমন্ডি শিকদার মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালক ও সিওও এস কিউ ইসলাম মোহন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মরহুম জয়নুল হক সিকদারের সহধর্মিণী মনোয়ারা সিকদার, পুত্র রিক হক সিকদার, রন হক সিকদার, নিক হক সিকদার, মমতাজুল হক সিকদার, কন্যা নাসিম সিকদার, পারভীন হক সিকদার, এম পি, লিসা ফাতেমা হক সিকদার সকলকে অনুষ্ঠানে অভ্যর্থনা জানান। দিপু হক সিকদার অসুস্থতার কারণে এই কুলখানি ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি। তবে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম এমপি, আসলামুল হক এমপি, সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, ও আলহাজ্ব মো. সাদেক খান এমপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চেহলাম ও দোয়া অনুষ্ঠানে ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুম জয়নুল হক সিকদারের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি জয়নুল হক সিকদার চিকিৎসাধীন অবস্থায় দুবাইয়ের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/আরএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দেশে রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন

হজ ক্যাম্পে এক্সিম ব্যাংকের সেবা বুথ উদ্বোধন 

ঢাকার আশকোনা হজ ক্যাম্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের বুথ উদ্বোধন

সাউথইস্ট ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক ও মেডর‌্যাবিটস হেলথকেয়ারের চুক্তি স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশন বিষয়ক প্রশিক্ষণ 

ডাক বিভাগকে সাড়ে ৫ কোটি টাকা রাজস্ব দিল নগদ

সোনালী ব্যাংকের সঙ্গে স্বেচ্ছায় একীভূত হচ্ছে বিডিবিএল

ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল মঙ্গলবার শুরু

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :