গাজীপুরে স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নগর প্রতিবেদক, গাজীপুর
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২১, ২০:৪৪
অ- অ+

গাজীপুরে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়কের বাসা থেকে কিশোরী গৃহকর্মী চন্দনা বর্মনের (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর (বর্মনপাড়া) গ্রামের মৃত নন্দন বর্মনের মেয়ে। এ ঘটনায় রবিবার কাশিমপুর থানায় একটি মামলা করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মাহবুবে খোদা জানান, মহানগরীর কাশিমপুর বাজার সংলগ্ন পূবালী ব্যাংকের পেছনে জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সত্য রঞ্জন ধরের বাসায় গৃহকর্মীর কাজ করতেন চন্দনা। শনিবার দুপুরে হঠাৎ ভবনের নিচতলায় ওয়েটিং রুম পরিষ্কার করার কথা বলে নিচে চলে যায় সে। কিছুক্ষণ পরেই বাড়ির লোকজন নিচতলায় ওয়েটিং রুমের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় চন্দনার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে তারা লাশ নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়। শনিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের নানা ধীরেন্দ্র রবিবার থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। বাবার মৃত্যুর পর প্রায় ৪ বছর ধরে ওই বাসায় পালিত চন্দনা বর্মণ গৃহকর্মীর কাজ করে আসছিল। প্রায় ৪ মাস আগে চন্দনার মা মারা যান। মা মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়ে চন্দনা। হতাশায় সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা