জুভেন্টাসকে হারিয়ে তিনে উঠল আটালান্টা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২১, ১১:৩৫

ইতালিয়ান সিরি আয় রবিবার রাতের ম্যাচে আটালান্টার বিপক্ষে ১-০ গোল ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিন জুভেন্টাস। জয় নির্ধারণী একমাত্র গোলটি করেন রুসলান মালিনোভস্কি। এ জয়ের ফলে জুভেন্টাসকে পেছনে ফেলে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে আটালান্টা। আর একধাপ পিছিয়ে চারে অবস্থান করছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

রোনালদো ছাড়া খেলতে নেমেও বল দখল এবং আক্রমণে আধিপত্য বিস্তার করে সফররত জুভেন্টাসই। তবে গোলের প্রথম সুযোগ পায় স্বাগতিকরাই। ২৪তম মিনিটে ডি-বক্সে মাত্তেও পেস্সিনার শট প্রতিপক্ষ ডিফেন্ডার মাটাইস ডি লিটের পায়ে লেগে বাইরে যায়।

ম্যাচের ৩৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু আলভারো মোরাতার শট গোললাইন থেকে ফেরান ডিফেন্ডার বেরাত জিমসিতি।

৫৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আতালান্তার স্ট্রাইকার লুইস মুরিয়েলের কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। চার মিনিট পর দিবালার বাঁকানো ফ্রি-কিক উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

শেষ দিকে সফরকারীদের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিকরা। ফলে ৮৭তম মিনিটেই গোলের দেখা পায় তারা। জয়সূচক গোলটি করেন মালিনোভস্কি। ডি-বক্সের বাইরে থেকে ইউক্রেনের এই মিডফিল্ডারের শট ডিফেন্ডার আলেক্স সান্দ্রোর পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। উল্লাসে মাতে আতালান্তা।

রবিবার রাতে ইতালিয়ান সিরি আয় আরো কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ঘরের মাঠে এদিন পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ইন্টারমিলানে বিপক্ষে ১-১ গোল ব্যবধানে ড্র করেছে নাপোলি। জেনোয়াকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে এসি মিলান। এছাড়া নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে টরিনো, লেজিও এবং বলোগনা।

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :