৫৮ লাখ টাকার কোকেনসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২১, ১৭:৩৬
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৫৮ লাখ টাকার মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ চার শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা।

আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার কৈবর্ত্তগাঁতী গ্রামের হাফিজুর রহমান (৩১), সুবৌদ্য মরিচ গ্রামের আব্দুল জুব্বার (২৪), শুকলাহাট এলাকার বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) ও পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ময়দানদিঘী এলাকার জাহিদ হাসান (৪০)।

বুধবার বেলা ১১টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট এবং অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এতে বলা হয়, মঙ্গলবার বিকালে গোপন সংবাদে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া এলাকায় মাদকবিরোধী চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ চার জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে মামলা করে উদ্ধার আলামতসহ তাদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে কোকেন পাচারকারী চক্রের সঙ্গে জড়িত।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা