দুস্থদের পাশে স্টেপ এহেড-বাংলাদেশ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ মে ২০২১, ১৫:০২| আপডেট : ০৮ মে ২০২১, ১৫:০৭
অ- অ+

স্টেপ এহেড-বাংলাদেশ শিশু-কিশোরদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করছে সংগঠনটি।

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিপর্যস্ত হয়েছে অর্থনীতেও। অনেক মানুষ করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছে। স্টেপ এহেড-বাংলাদেশের শিশু-কিশোররা পাশে দাঁড়িয়েছে কর্মহীন অসহায় মানুষের।

কিছুটা হলেও সহযোগিতা করার জন্য স্টেপ এহেড-বাংলাদেশ শনিবার রাজধানীর উত্তরা এপিবিএন মাঠে খাদ্য দ্রব্য, করোনা সুরক্ষা সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। প্রায় একশ দুস্থ মানুষের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, তেল, পিয়াঁজ, সেমাই, চিনি, মাস্ক, সাবান, হুইল পাউডার ইত্যাদি। করোনা সুরক্ষা বিধি মেনে সংগঠনের ১০-১৫ বছর বয়সী শিশু-কিশোররাই ত্রাণ ও সুরক্ষা সামগ্রী প্যাকেট করা থেকে শুরু করে বিতরণ পর্যন্ত সবকিছু করেছে।

আগামীতেও এ শিশু-কিশোররা অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে সবার জন্য সুন্দর বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ।

(ঢাকাটাইমস/৮মে/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা