সরকারের সিদ্ধান্তে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ২২:২৪
অ- অ+

সরকার ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের বিদেশ নেয়ার আবেদন নাকচ করে দিয়েছে বলে দাবি করেছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারের এমন সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ।

রবিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ‘চিকিৎসকরা বলেছেন উন্নত চিকিৎসা না পেলে বেগম খালেদা জিয়ার জীবনের ঝুঁকি রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার (খালেদা জিয়া) পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে। কিন্তু সরকার সেই আবেদনে সাড়া না দিয়ে ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চেয়ারপারসনের বিষয়ে সরকারের এই সিদ্ধান্তের কোনো ভিত্তি নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করে দেয়ার নজির আছে। সরকার নজির সৃষ্টি করেছে অসংখ্য। মানবিক নয়, রাজনৈতিক কারণে তিনবারের প্রধানমন্ত্রী তার অবদান অস্বীকার করা যায় না। আর তিনি একজন রাজনৈতিক নেতা তিন তিন বারের প্রধানমন্ত্রী, এদেশে তার অবদান অস্বীকার করা নয়। কিন্তু তার চিকিৎসার জন্য আইনের দোহাই দিয়ে বিদেশে যেতে দেয়া হচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’

মির্জা ফখরুল বলেন, ‘চেয়ারপাসরনের বিদেশ যাওয়ার ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে আবেদন করিনি, তার পরিবার আবেদন করেছে। পরিবার সিদ্ধান্ত নেবে তারা কী করবেন।’ তিনি বলেন, ‘ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার সুচিকিৎসার জন্য তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গিয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে সাজা স্থগিত করে বাসায় রাখা হয়েছে। কিন্তু তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হচ্ছে না।’

সরকার খালেদা জিয়ার বিষয়ে খুব বেশি আন্তরিক নয় বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

(ঢাকাটাইমস/০৯মে/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা