মিশু ও চমকের ‘হানিমুন ইন লকডাউন’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২১, ১৫:২৪| আপডেট : ১৮ মে ২০২১, ১৬:২৪
অ- অ+

প্রেমিকা মুনমুনকে নিয়ে পালিয়ে খুলনা থেকে ঢাকায় আসে হাসনাত। আশ্রয় নেয় ব্যাচেলর কাজিন আনোয়ারের বাসায়। আনোয়ার ও তার রুমমেট জয়নাল পড়ে মহা বিপাকে। হাসনাতের পরিকল্পনা হলো, প্রথমে বিয়ে করা, তারপর সোজা কক্সবাজার গিয়ে হানিমুন করা।

সেই মতো আনোয়ার আর জয়নাল মিলে কাজী ঠিক করে নিয়ে আসে। সন্ধ্যায় তাদের বিয়ে হয়ে যায়। পরদিন সকালে তারা হানিমুনের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে। রাতে বাসর ঘরে ঢুকতেই দরজার কড়া নাড়ে আনোয়ার। অত্যন্ত দুঃখের সঙ্গে জানায়, আগামীকাল থেকে সাত দিনের জন্য লকডাউন।

এ ঘটনায় খুবই মন খারাপ হয় হাসনাতের। মুনমুন রীতিমত কেঁদে বুক ভাসায়। উপায় না দেখে বাসাতেই হানিমুন করার প্ল্যান করে তারা। বাসার ভেতরেই কক্সবাজারের আবহ তৈরি করা হবে। এর পরই শুরু হয় নতুন গল্প।

ঈদ উপলক্ষে এমনই মজার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘হানিমুন ইন লকডাউন’। নাটকটির গল্প লিখেছেন সেতু আরিফ। পরিচালনাও করেছেন তিনি। এখানে হাসনাত চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির এবং মুনমুন চরিত্রে চমক। নাটকটি ঈদের ষষ্ঠ দিন, বুধবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

ঢাকাটাইমস/১৮মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা