ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০২১, ১৩:৩৮

সময়মতো সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকার কারণে ১৫ হাজার ডলার জরিমানার পাশাপাশি টুর্নামেন্ট থেকে বহিষ্কার হওয়ার হুমকিও পেয়েছেন জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা। এত সমালোচনাকে উপেক্ষা করে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা।

রবিবার প্রথম পর্বে প্যাট্রিক মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ হারিয়ে জয় তুলে নেন ওসাকা। পরের দিনেই এমন সিদ্ধান্ত চমকে দিয়েছে টেনিস মহলকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে টুর্নামেন্ট, অন্য খেলোয়াড় ও আমার নিজের ভালোর জন্যই সরে দাঁড়ানো উচিত। প্যারিসে এখন সবাই টেনিসেই মনোযোগ দিতে পারবেন। আমি কখনই ঝামেলা হয়ে থাকতে চাইনি। আমি মনে করি, ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝাতে পারতাম। সত্যি কথা হলো, আমি ২০১৮ সালের ইউএস ওপেন থেকেই মানসিক অবসাদে ভুগছি।’

মানসিক অবসাদকে আর বাড়াতে দিতে চান না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংবাদ সম্মেলনে না আসার। তবে টুর্নামেন্টের চুক্তিতে সই করার সময়েই খেলোয়াড়দের কাছ থেকে সংবাদ সম্মেলনে আসার বিষয়ে দায়িত্ব চলে আসে, সেটা ভঙ্গ করার কারণেই তিনি পড়েছেন জরিমানার মুখে।

এদিকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা উইলিয়ামসের সমর্থন পেয়েছেন নাওমি। নিজের প্রথম ম্যাচে জয়ের পর সেরেনা নাওমির এ সরে দাঁড়ানোর বিষয়ে বলেন, ‘নাওমির সমস্যাটা আমি বুঝি। পারলে আমি তাকে জড়িয়ে ধরতাম, কারণ আমি জানি এ অনুভূতিটা কেমন। আমি আগেও বলেছি, আমি নিজেও এ পরিস্থিতিতে পড়েছি অনেকবার।’

(ঢাকাটাইমস/০১জুন/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :