এবি ব্যাংকের লভ্যাংশের অনুমোদন

অর্থনৈতিদক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০২১, ১৯:৩৪
অ- অ+

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকখাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের লভ্যাংশের অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা এই অনুমোদন দেয়া হয়। সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারবৃন্দ সর্বসম্মতিক্রমে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেন।

বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী এজিএমের সভাপতিত্ব করেন। এসময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল, সম্মানিত পরিচালকবৃন্দ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

এজিএমে ফিরোজ আহমেদ, খাইরুল আলম চৌধুরী এবং মোঃ মাকসুদুল হক খানকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়। শেয়ারহোল্ডারগণ শফিকুল আলমকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেন। শেয়ারহোল্ডারগণ ২০২১ সালের জন্য ব্যাংকের নিরীক্ষক হিসাবে একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-কে বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে এবং মেসার্স এস এফ আহমেদ এন্ড কোং- কে কর্পোরেট গভর্নেন্স কমপ্লাইন্স নিরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১০জুন/এসআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবারের কুমিল্লা বোর্ডের  এইচএসসি পরীক্ষা স্থগিত
সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের জমিসহ বাড়ি জব্দ
মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড়, শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!
বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা