মুখোমুখি বার্সা-জুভেন্টাস, এখনো অনিশ্চিত মেসি

অনলাইন ডেস্ক
| আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৫:২০ | প্রকাশিত : ২৪ জুলাই ২০২১, ১৫:১১

আগামী মৌসুম শুরু হওয়ার আগে হোয়ান গাম্পার ট্রফি প্রদর্শনী হিসেবে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ৮ আগস্ট অনুষ্ঠিতব্য এই ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বেঁছে নেয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাসকে। কিন্তু নূ ক্যাম্পের এই ম্যাচে বার্সা তারকা লিওনেল মেসি খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

বার্সেলোনা-জুভেন্টাস মুখোমুখি হওয়ার কারণে ফুটবল ভক্তদের মনে বাড়তি উত্তেজনার সৃষ্টি হয়েছে। কেননা সময়ের অন্যতম সেরা দুই ফুটবল তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারো পরস্পরের বিপক্ষে নামতে পারেন। কিন্তু এ ম্যাচে রোনালদোর খেলা নিশ্চিত হলেও মেসিকে নিয়ে দেখা দিয়েছে সংশয়।

এই ম্যাচে মাঠে নামতে হলে মেসিকে আগে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করতে হবে। গত মাসে বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখন ফ্রি এজেন্ট হয়ে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অবশ্য অনেক আগে থেকেই গুঞ্জন উঠেছে, বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তি নবায়ন করেছেন ৩৪ বছর বয়সী মেসি। কিন্তু কোনো পক্ষ-ই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।

উল্লেখ্য, ১৯৬৬ সাল থেকে নতুন মৌসুমকে স্বাগত জানানোর লক্ষ্যে হুয়ান গাম্পার ট্রফির প্রচলন শুরু করেছে বার্সেলোনা। ২০০৫ সালে তারা এই ট্রফির ম্যাচ খেলেছিল জুভেন্টাসের বিপক্ষে। তবে ম্যাচটি হেরে যায় টাইব্রেকারে।

গাম্পার ট্রফির শেষ ৮ ম্যাচের একটিও হারেনি বার্সেলোনা। সবশেষ ২০১২ সালে সাম্পদোরিয়ার কাছে হেরেছিল কাতালান ক্লাবটি।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :