নাটোরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২১, ১৪:২৬| আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৪:৪১
অ- অ+

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় আজাহার আলী (৬০) নামে এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সিংড়া পৌরসভার নাটোর-বগুড়া মহাসড়কের বাইসাপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ভ্যানে থাকা দুই যাত্রী।

নিহত আজাহার আলী সিংড়া উপজেলার কলম মির্জাপুরের মৃত আকবর আলীর ছেলে। এই ঘটনায় ট্রাকের চালক লিটন হোসেন ও হেলপার পিয়াসকে আটক করেছে পুলিশ।

সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সিংড়া পৌরসভার নাটোর-বগুড়া মহাসড়কের বাইসাপাড়া ব্রিজ এলাকায় নাটোরগামী ভুট্টা ভর্তি একটি ট্রাক বিপরীতগামী অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আজাহার আলী নিহত হন এবং ভ্যানে থাকা যাত্রী সাজু মিয়া ও তার স্ত্রী লিপি বেগম আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই দুর্ঘটনায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কে নিচে নেমে যায়। পরে ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৯জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা