জমির বিরোধে ভাইদের হাতে খুন হন ইমাম আব্দুর রহিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৫:০১ | প্রকাশিত : ০২ আগস্ট ২০২১, ১৪:৫২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের আগের দিন আপন ছোট ভাইদের হাতে মসজিদের ইমাম আব্দুর রহিম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি। এরা হলেন- সাঈদ মিয়া, আব্দুল্লাহ ও জুনায়েদ মিয়া।

সোমবার দুপুরে রাজধানীর সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানিয়েছেন।

মুক্তা ধর বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ধামাউড়া গ্রামে বসতভিটার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আবদুর রহিমের সঙ্গে আপন ছোট ভাই সাঈদ মিয়া ও আবদুল্লাহ মিয়ার বসতভিটা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

তিনি আরো বলেন, প্রথমে বর্ষা দিয়ে জখম করে ভিকটিমকে হত্যা করা হয়। ভিকটিমের মৃত্যু নিশ্চিত করেই তারা পালিয়ে যায়। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় মামলা হলে সিআইডি তদন্ত শুরু করে।

জানা যায়, মামলা দায়ের হবার পর আসামিরা ঢাকায় আত্মগোপন করেছিলেন। সাক্ষীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেছিলেন তারা। ঢাকার খিলগাঁও এলাকা থেকে প্রধান আসামি মো. সাঈদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ ও জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলেও জানান সিআইডির এ কর্মকর্তা ।

(ঢাকাটাইমস/২আগস্ট/এআর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

অবৈধ সম্পদ গড়া উত্তম কুমার কোথায়? ভারতে নাকি ইউরোপ-আমেরিকায়?

রাইড শেয়ারিংয়ের আড়ালে হেলমেট চুরি 

এমপি আনার হত্যা: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বাংলাদেশে গ্রেপ্তার ৩ আসামিই

শিপইয়ার্ড থেকে সাত কোটি টাকা দামের জাহাজ গায়েব!

হাত বদলে মালয়েশিয়া যায় ধর্মমন্ত্রীর আইফোন, যেভাবে উদ্ধার করল ডিবি

এমপি আনার হত্যা: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন আরেক আসামি

আনার হত্যা: নেপাল থেকে ফিরে যা বললেন ডিবিপ্রধান হারুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাজ ফার্মাকে জরিমানা ১ লাখ টাকা

এমপি আনার হত্যা: নেপাল থেকে ‘খালি হাতে’ ফিরছে ডিবির তদন্ত দল

ভাড়াটিয়া সেজে নারীদের স্বর্ণালংকার হাতিয়ে নিতেন তারা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :