যুক্তরাষ্ট্রের উপকূলে ঘূর্ণিঝড় নিকোলাস’র আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১২ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২

যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হেনেছে ক্যাটাগরি-১ ঘূর্ণিঝড় নিকোলাস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে (বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেলে) টেক্সাস উপকূলে এই ঝড় আঘাত হানে। এরপর এটি ম্যাটাগোরদা উপদ্বীপে আঘাত হানে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এপির খবরে বলা হয়েছে, আঘাত হানার সময় ঝড়টি ঝড়টির বাতাসের গতি ঘন্টায় ১২০ কিলোমিটার, যার কারণে এটি ক্যাটাগরি-৫

ঝড়ের সর্বোচ্চ বাতাসের বেগ ও ধ্বংস সাধনের নিরিখে ক্যাটাগরি-১ এ পরিণত হয়। ২০২১ সালের আটলান্টিকে তৈরি এটি ষষ্ঠ ঘূর্ণিঝড়।

নিকোলাস ঘূর্ণিঝড়, আঘাত হানার আগে টেক্সাসের বিভিন্ন এলাকায় এবং পার্শ্ববর্তী লুইজিয়ানায় ব্যাপক বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদরা জানান, লুইজিয়ানার দিকে ধাবিত হওয়ার আগে ঘূর্ণিঝড়, নিকোলাস, হিউস্টন শহরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে অতিক্রম করবে।

আবহাওয়াবিদরা টেক্সাস উপকূলের কয়েকটি এলাকার জন্য ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের হুঁশিয়ারি দিয়েছেন।

২০১৭ সালে ঘূর্ণিঝড়, 'হার্ভি', বন্যায় ঝুঁকিপূর্ণ, হিউস্টন শহরকে তছনছ করে দিয়েছিলো, যার প্রভাবে, ৪দিন ধরে হিউস্টনে ৬০ ইঞ্চি পরিমান বৃষ্টিপাত হয়।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :