টাকা নিয়ে আসামি ছাড়ার অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৫:৫৩ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২১, ১৫:৪৬

টাকা নিয়ে আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার তাদের দুইজনকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

অভিযুক্ত দুইজন হলেন- উপজেলার হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রকি মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাহাজুল ইসলাম।

স্থানীয়রা জানায়, হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক রকি মণ্ডল ও সহকারী উপ-পরিদর্শক সাহাজুল ইসলাম গত বুধবার রাতে মাদক সেবনের অভিযোগে হাসাদহ গ্রামের শরিফুল ইসলাম, সজল, শফি এবং রানা নামে চার যুবককে আটক করেন। পরে তাদের হাসাদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে পরিবারে খবর দেওয়া হয়। পরবর্তীতে তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে রাত আনুমানিক ১১টার দিকে ওই চার যুবককে ছেড়ে দেয় পুলিশের ওই দুই কর্মকর্তা। বিষয়টি একপর্যায়ে ওই এলাকার লোকজনের মধ্যে জানাজানি হলে বৃহস্পতিবার রাতে ওই ২০ হাজার টাকা ভুক্তভোগীদের বাড়িতে গিয়ে ফেরত দেয় তারা।

এরই মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে তাদের দুইজনকেই হাসাদাহ পুলিশ ফাঁড়ি থেকে শুক্রবার চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করেছে।

তবে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, হাসাদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকি মণ্ডল ও এএসআই সাহাজুল ইসলামকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তবে কি কারণে তাদেরকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে তা এখন পর্যন্ত জানতে পারেনি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, পেশাদার পুলিশের ট্রেনিং নিয়ে অপেশাদার কাজ করায় ওই দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :