সাকিবের ফেরার ম্যাচে প্লে অফের আশা বাঁচাল নাইটরা

পাঞ্জাবের বিপক্ষে বড় ব্যবধানে হারে প্লে অফে ওঠা নিয়ে শঙ্কা জেগেছিল কোলকাতা নাইট রাইডার্সের। তবে সে শঙ্কাকে ছাপিয়ে আরও একটু আশার পালক চড়িয়েছে সাকিব-মরগানরা। আইপিএলের ৪৯তম ম্যাচে সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর হায়দরাবাদের ছোট লক্ষ্য ৬ উইকেট থাকতেই পেরিয়ে যায় কোলকাতা।
টানা ৯ ম্যাচ কোলকাতার ডাগ আউটে কাটানোর পর অবশেষে একাদশে জায়গা পান সাকিব। কিউই ক্রিকেটার টিম সেইফোর্টের ব্যর্থতায় জোড়ালো দাবি ওঠে টাইগার স্পিনারকে দলে ফেরাতে। অবশ্য নিজের ফেরাটাকে দারুণ ভাবে রাঙিয়েছেনও সাকিব। ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। করেছেন দুর্দান্ত এক রান আউটও। ছোট টার্গেটে সতীর্থ শুভমন গিলের ফিফটিতে ব্যাটিংয়ে নামা প্রয়োজন হয়নি সাকিবের।
— Maqbool (@im_maqbool) October 3, 2021
এর আগে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে দারুণ শুরু পায় কোলকাতা। সাকিব-নারিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ধুঁকতে থাকা দল কোনোরকমে সংগ্রহ করে ১১৫ রান। অধিনায়ক উইলিয়ামসন করেন সর্বোচ্চ ২৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ আব্দুল সামাদের। কাশ্মীরের এই খেলোয়াড় ১৮ বলে ছোট্ট ঝড়ে করেন ২৫ রান। বোলিংয়ে উইকেট শূন্য থাকলেও কোটার সব ওভার করে নারিন দেন মাত্র ১২ রান্ দুটি করে উইকেট নিয়েছেন সাউদি, বরুণ।
জবাবে অনেক স্লো শুরু করে নাইটদের দুই ওপেনার। তবে শেষের দিকে কার্তিকের ১২ বলে ১৮ রান দলকে দারুণ জয়ে আসরে টিকিয়ে রাখে। এর আগে ৫১ বলে ১০ চারে ৫৭ রান করা শুভমন গিল হন ম্যাচ সেরা। বর্তমানে কোলকাতা টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে ১২ পয়েন্ট নিয়ে।
(ঢাকাটাইমস/০৪অক্টোবর/এইচএন)

মন্তব্য করুন