জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২১, ১২:০৪
অ- অ+

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে তিনজন আহত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী সময়ে অঞ্চলটিতে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। খবর জাপান টাইমসের

জাপানি আবহাওয়া সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর তিনটার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ইওতে এর কাছাকাছি প্রশান্ত মহাসাগরের প্রায় ৫৬ কিলোমিটার গভীরে।

জাপানের উত্তরাঞ্চলের প্রধান দ্বীপ হোক্কাইডোর কিছু এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানি ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা ছিলো ৫ দশমিক ৯। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৬ কিলোমিটার। তবে তুলনামুলকভাবে হোক্কাইডোর কম্পনটি বেশি শক্তিশালী ছিল।

ভূমিকম্পের পর তোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি বলেছে যে, অমোরি এবং মিয়াগি এলাকায় থাকা দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থাও প্রাথমিকভাবে ভূমিকম্পকে ৬ মাত্রার হিসেবে উল্লেখ করলেও পরে তা ৫.৯ মাত্রার বলে জানায়। এর গভীরতাও শুরুতে ৫০ কিলোমিটার বলা হয়েছিল। পরে তা ৫৬ কিলোমিটার হিসেবে সংশোধন করা হয়েছে।

আবহাওয়া সংস্থা এক সপ্তাহের মধ্যে ৫ বা তারও বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে। তবে বড় ঝুঁকিপূর্ণ কিছু হবে না বলে তারা ধারণা করছেন।

ঢাকাটাইমস/০৬অক্টোবর/আরএমএস/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসি পরীক্ষার্থী আনিসার প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত বিবেচনাধীন: শিক্ষা উপদেষ্টা
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বিরাট উল্লম্ফন, ৩০ বিলিয়নের মাইলফলক
খুলনায় গুলিতে যুবক নিহত, আরও দুজন গুলিবিদ্ধ
গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা