মাদারীপুরে জমির বিরোধে দুই ভাইকে কুপিয়ে জখম

জমি নিয়ে বিরোধের জেরে মাদারীপুর সদর উপজেলার ধুরাইলে দুই ভাইয়ের মাথায় কুড়াল দিয়ে কুপিয়েছেন প্রতিপক্ষের লোকজন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলা করেছেন আহতের স্বজনরা।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ বলছে, জমি নিয়ে পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের উত্তর বিরাঙ্গল গ্রামে সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় সুবল করাতী, বিষম করাতীসহ আট থেকে নয়জন লোক নিয়ে প্রভাষ করাতীর জায়গায় এসে গালাগালি করতে থাকে। এসময় প্রভাষ করাতীর দুই ভাই পরিতোষ করাতী (৩৬) ও বিকাশ করাতী (২৪) এগিয়ে এসে তাদের বাধা দেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সুবল করাতীর লোকজন প্রভাষ করাতীর দুই ভাইয়ের মাথায় কুড়াল দিয়ে কোপ দেয়। এতে রক্তাক্ত হয়ে পড়লে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মাথায় ও শরীরের একাধিক স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
আহতদের বড় ভাই প্রভাষ করাতী বলেন, ‘আমাদের বাড়ির সামনের জমি নিয়ে সুবল করাতীদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারা রবিবার আমার ভাইদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে। আমরা নিরীহ প্রকৃতি লোক। তারা প্রভাবশালী হওয়ায় মামলা দিতেও ভয় দেখাচ্ছে। আমরা আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি করি।’
তবে ঘটনার পর থেকে সুবল করাতীসহ তাদের বাড়ি লোকজন গা-ঢাকা দিয়েছে।
তবে ওই এলাকার দায়িত্বরত গ্রাম্যপুলিশ আবুল কালাম খলিফা বলেন, ‘আমাদের সামনে ঘটনা ঘটেছে। আমি এ পর্যন্ত অনেক লোকের মারামারি দেখছি, কিন্তু এমন নির্মম মারামারি দেখি নাই। নির্মমভাবে কুড়াল দিয়ে ছেলে দুটোকে কুপিয়েছে। এরপর তাদের (সুবল করাতী) আর বাড়িতে দেখি নাই। মনে হয় পালিয়েছে।’
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি। ওখানে পুলিশ সদস্যরা গিয়েছিল। ভূক্তভোগীরা লিখিত দিয়েছি, আইনগত ব্যবস্থা নেয়া হবে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।’
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এলএ)

মন্তব্য করুন