দাম কমার শীর্ষে মিথুন নিটিং

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২১, ১৬:০৪
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৯টির বা ৪৭.৮৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দাম সবচেয়ে বেশি কমেছে মিথুন নিটিংয়ের।

বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত মঙ্গলবার মিথুন নিটিংয়ের সর্বশেষ দাম ছিল ১৫ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর সর্বশেষ দাম দাঁড়ায় ১৪ টাকা ২০ পয়সায়।

অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৭.১৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে মিথুন নিটিং ডিএসইর দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে উসমানিয়া গ্লাসের ৫.৯২ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫.১৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.০৬ শতাংশ, এস্কোয়ার নিটিংয়ের ৪.৭৭ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৬৬ শতাংশ, আরএন স্পিনিংয়ের ৪.৬১ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৬০ শতাংশ, বিআইএফসির ৪.৫৪ শতাংশ এবং কাট্টালি টেক্সটাইলের ৪.৪৩ শতাংশ দাম কমেছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/এসকেএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা