পল্টন থেকে বিএনপির ৩০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৩:৪০ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৩:৩৯

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে দাবি করে এর প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় বিএনপির ৩০ জনের মতো নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে ৩০ নেতাকর্মীকে আটকের দাবি করা হলেও পুলিশের পক্ষ থেকে সঠিক সংখ্যাটা জানা যায়নি।

সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মঙ্গলবার বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে দলটি। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা। এ ঘটনায় নয়াপল্টন থেকে বিএনপির ৩০ জনের মতো নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দলটি দাবি করে।

আটকের ব্যাপারে জানতে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, বিএনপির কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।

এর আগে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডাকলে সকাল থেকে গ্রেপ্তার চলছে। জনগণ যখন প্রতিবাদী হলেই হামলা চালানো হচ্ছে৷ ক্ষমতায় টিকে থাকতে সরকার খালেদাকে অন্তরীণ করে রেখেছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্যায়ভাবে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে পুলিশের সাথে জনগণের লড়াই হবে। সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে খুন করতে চায় বলেও অভিযোগ করেন গয়েশ্বর।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অসুস্থ তাঁতীদল নেতা রেজাউল করিমকে দেখতে গেলেন কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের কর্মসূচি

জাপাকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা হয়েছে: কাজী মামুন

আ.লীগই ষড়যন্ত্র করে: সালাম

দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের কিছুই অবশিষ্ট নেই: জামায়াত

ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল

বিএনপির আরও পাঁচ নেতা বহিষ্কার

ইসরায়েলি লবির সঙ্গে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি: হাছান মাহমুদ

ডোনাল্ড লু'র আগমনে সরকার ভীত: ববি হাজ্জাজ

গণতন্ত্রের আস্থার মূল জায়গা ধ্বংস করে ফেলা হয়েছে: গয়েশ্বর

এই বিভাগের সব খবর

শিরোনাম :