চৌমুহনীতে মন্দিরে হামলার ঘটনায় আরও আটজন রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১৬:২২
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে কয়েকটি মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তার আরও আট আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এনিয়ে এই ঘটনায় মোট ১১ জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

বুধবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে বেগমগঞ্জ থানার ২৯নং মামলার আসামি ইলিয়াস ও মনির হোসেন হৃদয় চার দিন, নূর মোহাম্মদ দুই দিন, বেলাল হোসেন সুমন এক দিন, ২৭নং মামলার আসামি বেলাল হোসেন তিন দিন, হুমায়ন কবির, সুজন ও কামাল হোসেনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর শুক্রবার বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আট আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান। বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক শুনানি শেষে আট আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন। তাদের বেগমগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
ইরান ও ইউক্রেন নিয়ে ট্রাম্প-পুতিন এক ঘণ্টা ফোনালাপ
গিলের ডাবল সেঞ্চুরির পর জবাব দিতে নেমে চাপে ইংল্যান্ড
আবুধাবিতে ৮০ কোটি টাকা লটারি জিতলেন বাংলাদেশি যুবক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা