খালের পাড়ে কাঁদছে নবজাতক

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২১, ১৫:৩০

ঢাকার ধামরাইয়ের আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের খালের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধার হওয়া শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাতে নবজাতকের কান্নার শব্দে ঘুম ভাঙে জোয়ার আমতা গ্রামের কৃষক আব্দুর রশিদের। তার বাড়ির সামনে খালের পাড় থেকে আসছিল এ কান্নার শব্দ। ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি করে ওই খালপাড়ে গিয়ে ওই নবজাতককে দেখে উদ্ধার করেন তিনি। সদ্য ভূমিষ্ট এই শিশুর নাড়িও বাঁধা হয়নি।

পরে কৃষক রশিদ নবজাতককে তার বাড়িতে নিয়ে এসে এক মায়ের দুধ পান করিয়ে কান্না থামান। নবজাতক উদ্ধারের খবর পেয়ে রাতেই এলাকার শত শত মানুষ রশিদের বাড়িতে ভিড় জমান।

তবে নবজাতকের মা-বাবার পরিচয় পাওয়া যায়নি। এ সময় এলাকার অনেকেই তাকে লালন-পালন করার জন্য নিতে আগ্রহ প্রকাশ করেন।

কৃষক আব্দুর রশিদ জানান, কিছুটা অসুস্থতার কারণে নবজাতককে পুলিশের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি অনেকটাই সুস্থ আছে।

ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, খালপাড় থেকে নবজাতক উদ্ধারের খবর পেয়েই তারা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। তাকে আব্দুর রশিদের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান জানান, নবজাতক উদ্ধারের বিষয়টি শুনেছেন। ইউএনওর সঙ্গে আলাপ-আলোচনা করে ওই নবজাতকের পরিচয় পেতে বা লালন-পালন করতে যা যা করণীয়, তা করা হবে।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :