ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আমেরিকার অনীহা!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫:৪১
অ- অ+

ইরানের ওপর আমেরিকা অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সেগুলো প্রত্যাহার করার ব্যাপারে ওয়াশিংটনের অনিচ্ছা ও অনীহায় ভিয়েনা সংলাপ সফল হওয়ার পথে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

তিনি বলেন ইরান সবসময় বলে এসেছে, ভিয়েনা সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এটি এখন স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার যে, নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে আমেরিকার অনীহাই হচ্ছে সংলাপে অগ্রগতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে, আমরা বিশ্বাস করি যেকোন মুহূর্তে মার্কিন প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে পারে এবং ইউরোপীয় দেশগুলো প্রয়োজনীয় রাজনৈতিক সংকল্প দেখাতে পারে যা দ্রুত একটি চুক্তির পথ খুলে দেবে।

ইরানের এ কর্মকর্তা আরো বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির প্রশাসন বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং সেজন্য একটি সক্ষম আলোচক দলকে পাঠিয়েছে যাতে ভালো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়।

তিনি বলেন, ভিয়েনা আলোচনা সফল সমাপ্তির প্রত্যাশা থেকেই ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পরমাণু ইস্যুতে আলাদা দুটি প্রস্তাবের খসড়া পাঁচ জাতিগোষ্ঠীর কাছে জমা দিয়েছে।

গত সোমবার থেকে ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয় এবং চার দিন ধরে সে আলোচনা চলে। এ সময় ইরান নিজস্ব প্রস্তাবের দুটি আলাদা খসড়া জমা দেয়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য প্রতিটি দেশের আলোচক প্রতিনিধিদল নিজের দেশে ফিরে গেছেন। নিজেদের সরকারের সঙ্গে প্রয়োজনীয় শলাপরামর্শ শেষে তারা আবার ভিয়েনায় আলোচনার টেবিলে ফিরবেন।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা