বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১১:৪৬ | প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২২, ০৮:১১

আজ পর্দা নামছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। মহামারি করোনাভাইরাসের মধ্যেই ১ জানুয়ারি প্রথমবারের মতো পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হয়েছিল দেশের বৃহৎ এই মেলা। গত দুই বছর বন্ধ ছিল আন্তর্জাতিক এই আয়োজন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে আজ মেলার ইতি টানা হচ্ছে।

অতীতে জানুয়ারি মাস শেষ হলেও মেলা এক সপ্তাহ বাড়ানো হতো। কিন্তু করোনা সংক্রমণ বাড়ার কারণে এবার মেলা সময়মতো শেষ করছে কর্তৃপক্ষ। এবার প্রথম রাজধানীর বাইরে মেলা হওয়ার কারণে দর্শনার্থী অন্যান্য সময়ের চেয়ে অনেকটা কম হয়েছে। ভবিষ্যতে মেলায় দর্শনার্থী আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারীরা।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ জানিয়েছেন, অন্যান্য বার মেলা এক সপ্তাহ বেশি সময় চললেও এবার করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সময়মতো শেষ হচ্ছে। আজ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

জানা গেছে, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। যা অন্য বছরের তুলনায় অর্ধেক। তাছাড়া মেলায় রয়েছে ১১টি বিদেশি স্টল।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসারের উপাদান

দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত: স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে: সিমিন হোসেন

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী 

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

বঙ্গোপসাগরে ‘এমভি আবদুল্লাহ’, কুতুবদিয়ায় পৌঁছাবে সোমবার 

তিন দিনব্যাপী বর্জ্যের প্রদর্শনী চলছে

এই বিভাগের সব খবর

শিরোনাম :