স্পেনে অপারেশন করালেন প্রভাস, কী হলো ‘বাহুবলী’র?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২২, ১০:৪৯
অ- অ+

সম্প্রতি সিনেমার শুটিং করতে গিয়ে জখম হন ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম সুপারহিট নায়ক প্রভাস। পরিচালক প্রশান্ত নীলের আগামী ছবি ‘সলার’-এর শুটিং করতে গিয়ে আহত হন তিনি। আঘাত গুরুতর হওয়ায় স্পেনের বার্সোলোনায় গিয়ে অপারেশন করাতে হয়েছে প্রভাসকে।

তবে আপাতত ‘বাহুবলী’ তারকা সুস্থ আছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। চিকিৎসকদের পরামর্শ, বেশ কয়েক দিনের জন্য টানা বিশ্রাম নিতে হবে প্রভাসকে।

কিন্তু নিজের দেশে চিকিৎসা না করিয়ে হাজার হাজার মাইল দূরে স্পেনে গিয়ে অপারেশন কেন করালেন ‘বাহুবলী’র নায়ক? তার কারণ কি ‘রাধে শ্যাম’? প্রভাসের সাম্প্রতিক এই ছবি তেমন প্রশংসা কুড়াতে পারেনি। অভিনেতার পুরনো ছবির নিরিখে এ ছবির ব্যবসার অংকও অনেকটা কম।

গুঞ্জন, সেই জন্যই সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলতে চেয়েছিলেন প্রভাস। দেশের হাসপাতালে ভর্তি হলে সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়া মুশকিলের। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা করালেন অভিনেতা।

কিন্তু অস্ত্রোপচারের কথা লুকিয়ে গিয়েছিলেন প্রভাস। প্রথমে তার অনুরাগীরা জানতেন, স্পেনে ঘুরতে গিয়েছেন ‘বাহুবলী’। পরে তার অসুস্থতার কথা জানাজানি হয়ে যায়।

ঢাকাটাইমস/২০ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা