পহেলা বৈশাখে পান্তা-ইলিশের বিপক্ষে পূর্ণিমাও

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২, ১৪:৫২

ছোটপর্দার অভিনেতা আব্দুন নূর সজল আইন করে পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার রীতি বন্ধ করার দাবি জানিয়েছেন একটি সাক্ষাৎকারে। অনেকের মতো তিনিও এ রীতির বিপক্ষে। সজলের মতো বাংলা নববর্ষে পান্তা-ইলিশ খাওয়ার পক্ষে নন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমাও।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, পহেলা বৈশাখে পান্তা ভাত এবং ইলিশ ভাজা খাওয়াটা হুজুগে কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। নববর্ষ উদযাপনের সঙ্গে পান্তা-ইলিশের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন পূর্ণিমা।

অভিনেত্রী বলেন, ‘কয়েক বছর থেকে পান্তা-ইলিশ প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইলিশের প্রজনন মৌসুম চলায় বিভিন্ন মহল থেকে আহ্বান আসছে এই প্রথা বন্ধ করার।’

পূর্ণিমা আরও বলেন, ‘জাটকা ও মা ইলিশ রক্ষায় পহেলা বৈশাখে ইলিশ খাওয়া নিরুৎসাহিত করছে সরকার। পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এবারও অনেকে ইলিশ ছাড়া পহেলা বৈশাখ পালনের ঘোষণা দিয়েছেন।’

(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :