খারকিভে জোরদার রাশিয়ার হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২২, ১২:১৮
অ- অ+

উত্তর-পূর্ব ইউক্রেনের শহর খারকিভে হামলা আরো জোরদার করেছে রাশিয়া। খারকিভের গভর্নর ওলেহ ভাসিলোভিচ সিনেহুবভ জানিয়েছেন, সেখানে লাগাতার গোলাবর্ষণ করছে রাশিয়ার সেনা। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। খবর ডয়েচে ভেলের।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভের ঘটনাকে নির্মম হত্যা বলে ব্যাখ্যা করেছেন। একে তিনি যুদ্ধাপরাধ বলে দাবি করেছেন এবং এর জন্য রাশিয়াকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। সেই সাথে রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান পশ্চিমাদের প্রতি।

উল্লেখ্য, এখনো পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ছয়টি নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণা করেছে। সপ্তম প্যাকেজটি নিয়েও আলোচনা শুরু হয়েছে।

খারকিভের পাশাপাশি লুহানস্কেও তীব্র লড়াই চলছে। সেখানকার গভর্নর সেরহিই গাইদাই জানিয়েছেন, সিভেরাদনেৎস্কের একটি অংশ রাশিয়া দখল করে নিলেও এখনো আজত রাসায়নিক কারখানা ঘিরে রেখেছে ইউক্রেনের সেনারা। সেখানে প্রবল লড়াই চলছে। কারখানার ভিতর আটকে আছেন অন্তত তিনশ বেসামরিক মানুষ।

সিভেরাদনেৎস্কের তোশকিভকা নামের একটি গ্রামের দখলও নিয়েছে রাশিয়া।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা দাবি, ইউক্রেনের অন্তত ১ হাজার ৫০০ বেসামরিককে একাধিক কারাগারে বন্দি করে রেখেছে রাশিয়া। বন্দিদের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নেতারা আগামী কয়েকমাসের মধ্যে খারকিভের এলাকাগুলিতে গণভোট নেওয়ার কথা জানিয়েছেন। গণভোটের মাধ্যমেই রাশিয়ার অন্তর্ভুক্ত হবে ওই এলাকাগুলি। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য জানায়নি ইউক্রেন।

(ঢাকাটাইমস/২২জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা