নওগাঁয় ট্রাকচাপায় চার শিক্ষকসহ নিহত পাঁচ

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাকচাপায় চার শিক্ষকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
শুক্রবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিএনজির চালক মো. সেলিম (৪৫), শিক্ষক মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেলিন এবং মোছা. জান্নাতুল (৩৫)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
স্থানীয়রা জানান, নওগাঁ থেকে মাছের খাবার ভর্তি একটি ট্রাক রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। আর সিএনজিটি নিয়ামতপুর থেকে নওগাঁর উদ্দেশে আসছিল। বাবলাতলী মোড় এলাকায় পৌঁছলে সিএনজিকে চাপা দেয় ট্রাকটি। এসময় সিএনজিসহ ট্রাকটি একটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজির পাঁচ আরোহী ঘটনস্থলেই নিহত হন। এ ঘটনায় এখনও এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সকাল ৮টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল এসে উদ্ধার কাজ শুরু করি আমরা। একে একে ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
(ঢাকাটাইমস/২৪জুন/এমআই/এফএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

পদ্মায় গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ

৩৬ ঘণ্টা পর আবারো বোয়ালমারী থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু

কুষ্টিয়ার ডিসি-এসপিসহ ৫ জনকে হাইকোর্টে তলব

সাত কর্মদিবসের মধ্যে ভিপি নুরকে আদালতে হাজিরের নির্দেশ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: দুই মাস পর একজন গ্রেপ্তার

প্রয়োজনে ডাক পরিবহনের জন্য ড্রোন ব্যবহার করব: মোস্তাফা জব্বার

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আরএমপির কমিশনার

ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

ফরিদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রসহ নয়জন গ্রেপ্তার
