বিজেপির সেই নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলল ভারতের সুপ্রিম কোর্ট

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১৪:০৩| আপডেট : ০১ জুলাই ২০২২, ১৪:১৯
অ- অ+

ইসলাম ও মহানবীকে (স.) নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বেফাঁস মন্তব্যে কয়েক দিন ধরে ফুঁসছে ভারতের মুসলিম সম্প্রদায়। হচ্ছে আন্দোলন। ক্ষেপেছে অনেক মুসলিম রাষ্ট্রও। এবার ভারতের সুপ্রিম কোর্টও সাফ জানিয়ে দিল, তাদের দেশে যে অশান্তি চলছে, তার জন্য নূপুর শর্মাই দায়ী।

শুধু তাই নয়, বিজেপি মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মাকে গোটা ভারতবাসীর কাছে ক্ষমা চাইতেও বলেছে দেশটির শীর্ষ আদালত।

শুক্রবার বিচারপতি সূর্যকান্ত তার রায়ে বলেন, ‘আমরা ওই বিতর্কসভা দেখেছি। যেভাবে তিনি (নূপুর শর্মা) কথাগুলো বলেছেন, তাও দেখেছি।’

নূপুর শর্মাকে উদ্দেশ্য করে বিচারক সূর্যকান্ত বলেন, ‘আপনি নিজে একজন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’

এর আগে নিজের বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর দিল্লিতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নূপুর। তার আইনজীবী বলেন, ‘নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।’

এ কথা শুনে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘তিনি (নূপুর শর্মা) হুমকির মুখে পড়ছেন, নাকি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার জন্য এই মহিলাই দায়ী।’

(ঢাকাটাইমস/০১ জুলাই/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা