ফটিকছড়িতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ২২:১৮| আপডেট : ০২ জুলাই ২০২২, ২০:৫৩
অ- অ+

চট্টগ্রামের ফটিকছড়িতে ধরুং খালে গোসল করতে নেমে নিখোঁজ ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রের মরদেহ প্রায় ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকাল ৫টার দিকে নিখোঁজ ওই স্থান থেকে টানা দুই ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিসের ৩ সদস্যের বিশেষ ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

এ সব তথ্য নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, আমরা দুপুর ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযান শুরু করি। আমাদের ডুবুরি ব্যবস্থা না থাকায় আগ্রাবাদ থেকে ডুবুরি দল আসতে বলি। তারা ৩টার দিকে এসে চার সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেন। শহর থেকে আসা এ বিশেষ ডুবুরি দল বিকাল পাঁচটার দিকে নিখোঁজ স্থান থেকে ওই ছেলেটিকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার বিবিরহাট ধরুং ব্রিজের পূর্ব পাশে খালে নিখোঁজ হয় মো. কাউসার (১৪)। সে ফটিকছড়ি পৌরসভার ৮ নং ওয়ার্ড হাজি সিরাজুল হক মিস্ত্রী বাড়ির মো. খালেদের ছেলে এবং উপজেলাস্থ (সিনিয়র) ফটিকছড়ি জামিউল উলুম ফাযিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

(ঢাকাটাইমস/০১জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
জনগণের টাকায় নির্মিত সিনেমা যদি তারাই দেখতে না পারে, তাহলে অনুদানের মূল্য থাকল কই: নিরব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা