নদীতে নিখোঁজ শিক্ষকের মরদেহ ৮ কিমি দূর থেকে উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২২, ১৬:২৯| আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৬:৩১
অ- অ+

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের তৈলক্ষ্য বর্মণ (৪৫) নামে এক স্কুল শিক্ষক নদী পার হওয়ার সময় নিখোঁজ হন। লাশ নদীতে ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে দেড়টার দিকে নিখোঁজের স্থান থেকে ৮ কিলোমিটার দূরে টাঙ্গন নদীর কাজির ঘাট থেকে শিক্ষককের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

তৈলক্ষ্য বর্মণ দক্ষিণ বঠিনা ইসলাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন ও একই এলাকার ঘুরবসু বর্মণের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অয়ারহাউস ইন্সপেক্টর মো. সারোয়ার হোসাইন বলেন, সকালে রংপুর থেকে আসা ডুবুরি দল নিখোঁজ হওয়া শিক্ষককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান পরিচালনা করছিল। উদ্ধার অভিযান চলাকালীন দুপুরে ঘটনার স্থান থেকে ৮ কিলোমিটার দুরে কাজিঘাট এলাকায় টাঙ্গন নদীর পানিতে তার লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকে ওই শিক্ষকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার (৩ আগস্ট) স্কুল ছুটির পরে তাড়াহুড়া করে বাড়ি আসার সময় নদী সাঁতরে পার হতে গেলে নদীর পানিতে নিখোঁজ হয়েছিলেন তৈলক্ষ্য বর্মণ ।

(ঢাকাটাইমস/৪আগস্ট/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা