বগুড়ায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকাসক্ত ছেলের কোদালের কোপে নিহত হয়েছেন মোজাম্মেল হক (৮০) নামে এক বৃদ্ধ বাবা। বৃহস্পতিবার সকালে উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রাম ডাক্তার পাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম মোমিনুল ইসলাম (৩৮)।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত মোমিনুল অনার্স পড়াকালে মাদকাসক্ত হয়ে পড়ে। পরে এক সময় মাদকসেবনের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ জন্য তাকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসাও করা হয়। তবে সেখান থেকে ফিরলেও তিনি আর স্বাভাবিক হতে পারেনি।
বৃহস্পতিবার সকালে তার বাবা ভাত খেতে বসে ছেলেকে খাবার জন্য ডাকে। এসময় তিনি একটি কোদাল নিয়ে বাবার ওপরে হামলা করে। মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কোপানোর সময় বাড়ির লোকজন তাকে আটক করে। পরে রক্তাক্ত অবস্থায় বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক(এসআই) নিয়ামন নাসির বলেন, নিহতের পরিবার থেকে বলা হয়েছে ছেলেটি মানসিক ভারসাম্যহীন। তবে হত্যাকাণ্ডের ঘটনা হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএম)

মন্তব্য করুন