মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮

রাজধানীর দারুস সালাম থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাত ১টায় মুন্সীগঞ্জের মাওয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়।

গ্রেপ্তার মো. জসিম উদ্দিন (৪৫) যশোর কোতোয়ারী থানা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে।

শুক্রবার সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জসিম উদ্দিন (৪৫) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০১২ সালের ২৫ জুলাই রাজধানীর দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে তিনি ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করেন।

পরবর্তী সময়ে মামলাটির বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সময়ে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। এর পর থেকে জসিম মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পশ্চিম শিমুলিয়ায় মাওয়া ঘাট এলাকায় মুদির দোকানদারি করে আসছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত ১টায় পশ্চিম শিমুলিয়া মাওয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

৪ কোটি টাকা দুর্নীতি, এলজিইডির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: অন্তর্বাসে লুকিয়ে রাখার ডিভাইস দিতো চক্রটি, ৫ মিনিটে শেষ হতো উত্তর

এই বিভাগের সব খবর

শিরোনাম :