মূলোৎপাটন করে জঙ্গিদের পুরোপুরি নিঃশেষ করা যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৪:৫৭ | প্রকাশিত : ০১ মার্চ ২০২৩, ১২:৫৭

মূলোৎপাটন করে জঙ্গিদের পুরোপুরি নিঃশেষ করা যায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।’

২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে বুধবার সকালে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিদের নামে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি পাঠানো বিষয়ক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এরকম অনেক উড়ো চিঠি আসে। এগুলোর কোনো ভিত্তি নেই।’

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় সব রাজনৈতিক দল মাঠে থাকে। তারা তাদের দলকে নানাভাবে উজ্জীবিত করে। এটাকে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত বলা যাবে না।’

এর আগে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে পুলিশ চেয়েছিলেন, আজ সেই পুলিশ হয়েছে। আজ মানুষের পুলিশ হয়েছে। বর্তমান সরকার পুলিশ বাহিনীর উন্নয়নে নানামুখী কাজ করে যাচ্ছে।’

‘আগে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের এককালীন পাঁচ লাখ টাকা প্রদান করা হতো। মাননীয় প্রধানমন্ত্রী ২০২০ সাল থেকে তা ৮ লাখ টাকায় উন্নীত করেন।’

আওয়ামী লীগ সরকার পুলিশের জন্য আজীবন রেশন সুবিধা দিয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জীবন বাজি রেখে সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে পুলিশ। দেশের চলমান অগ্রযাত্রায় জনগণের সঙ্গে পুলিশ বাহিনী ভূমিকা রাখছে। আগামীতেও উন্নয়ন-অগ্রযাত্রায় পুলিশ বাহিনী সহযাত্রী হবে, ভূমিকা রাখবে।’

এর আগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের পরিবারের কাছে স্বীকৃতি স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান।

এছাড়া অতিরিক্ত আইজিপি মাজহারুল ইসলাম, কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলাম, র‍্যাব প্রধান খুরশীদ হোসেন, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামানসহ অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০১মার্চ/আরআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধু কন্যা হওয়ায় শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি: ড. আনোয়ার

১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া আরও এক শ্রমিকের মৃত্যু

নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত: প্রধানমন্ত্রী

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র

হজ পালনে সৌদি আরব গেছেন ২৪ হাজার ২৩৬ জন বাংলাদেশি

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বড় বড় খেলাপিরা সাত, আট, নয়বার করে ঋণ পুনঃ তফসিল করতে পারছে: ফরাসউদ্দিন

গতানুগতিক ভবন নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী

২১ মে ১৫৭ উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :