কুমিল্লায় ব্যবসায়ীকে হত্যা: স্ত্রীর মৃত্যুদণ্ড, স্বামীর কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ২৩:৫২
অ- অ+

কুমিল্লার বরুড়া উপজেলায় বই ও কসমেটিক বিক্রেতা মো. আক্তারুজ্জামানকে লাকড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে মোসাম্মৎ হাফেজা বেগম (২৮) নামে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ওই নারীর স্বামী শাহীন ভুঁইয়াকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত হাফেজা বেগম কুমিল্লার বরুড়া উপজেলার বড় লক্ষ্মীপুর গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে এবং শাহীন ভুঁইয়া একই গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়- পূর্ব শত্রুতার জের ধরে ২০১৬ সালে ৯ অক্টোবর আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লাকড়ি দিয়ে পিটিয়ে আক্তারুজ্জামান হত্যা করে লাশ পুকুরের পানিতে ফেলে গুম করে রাখেন। এ ঘটনায় নিহতের বড়ভাই মো. আবুল কাশেম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা