ডিএমপিতে জামায়াতের প্রতিনিধিদল: আবেদনপত্রে যা আছে

তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকালে একটি সাদা রঙের গাড়িতে করে দলটির আটজন সদস্য ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। আগামী ১০ জুন বায়তুল মোকারক মসজিদের উত্তর গেট থেকে তারা এ কর্মসূচি পালন করতে চায়।
এর আগে সোমবার পূর্বঘোষিত কর্মসূচি ঘোষণা থাকলেও আগের দিন তা স্থগিত করে করা হয়। এসময় ডিএমপির পক্ষ থেকে তাদের কর্মসূচি পালনে অনুমতি না দেয়া এবং পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়।
গত ২৯ মে পুলিশের কাছে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে আটক হন জামায়াতে ইসলামীর চার নেতা। পরে যাচাই-বাছাই শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
জামায়াতের আবেদনপত্রে যা আছে:
ডিএমপি কমিশনার বরাবর লেখা আবেদনপত্রে সই করেছেন ঢাকা মহানগর দক্ষিণের অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন।
আরও পড়ু্ন> কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপিতে জামায়াতের প্রতিনিধি দল
তাতে বলা হয়েছে, 'আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাদের মুক্তি এবং তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ১০ জুন শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচি আমরা সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই।
বিষয়টি আপনার সদয় অবগতি, অনুমতি ও কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা কামনা করছি।'
ডিএমপি কমিশনারের কাছে যাওয়া প্রতিনিধি দলে আছেন- অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, অ্যাডভোকেট জালাল আহমেদ, মো. তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। বাকিদের নাম জানা যায়নি।
(ঢাকাটাইমস/০৬জুন/এসএস/ইএস)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধা: ভিসায় বিধি–নিষেধের ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র

রাজপথে ভোটডাকাত সরকারকে প্রতিরোধ করতে হবে: টুকু

আ.লীগ সরকারের ক্ষমতা তছনছ হয়ে যাবে: মির্জা আব্বাস

আ.লীগ সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে: কর্নেল অলি

সরকারের আয়ু আর ৩০ দিন: সমমনা জোট

রাস্তায় নেমেছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল

পশ্চিমারা বাংলাদেশের নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: ১২ দলীয় জোট

ইইউ সরকারের একতরফা প্রহসনের নির্বাচনের মতলব বুঝে ফেলেছে: এবি পার্টি

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, ফের সিসিইউতে স্থানান্তর
