নিউইয়র্কে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৯:৫২ | প্রকাশিত : ২১ জুলাই ২০২৩, ১৪:৪৮

কোভিড মহামারির সময়ে আক্রান্ত রোগীদের সেবা ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নেয়ার জন্য নিউইয়র্কের ইনস্টিটিউট অব পাবলিক পলিসি ও ডিপ্লোম্যাসি রিসার্চ থেকে ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেয়া হলো ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খানকে। একইসঙ্গে এই অভিনেতাক গ্লোবাল শান্তিদূত নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের জাতিসংঘের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে জায়েদ খানসহ বিশ্বের ৪০ ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে মানবিক অবদান রাখার জন্য ‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ দেয়া হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ৪০ জন ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

পুরস্কার প্রাপ্তি সম্পর্কে জায়েদ খান বলেন, ‘করোনার সময়কালে মানবিক কর্মকাণ্ড তাদের দৃষ্টিতে এসেছে। কেননা তারা আমার কাছে আগেই আমার কর্মকাণ্ড সম্পর্কে মেইল চেয়েছে, আমি পাঠিয়েছি। আমার চলচ্চিত্রের কাজ জানতে চেয়েছে। এছাড়া আমি একজন চিত্রতারকা, তাই তারা আমাকে মনোনীত করেছে।’

শিল্পী সমিতির সাবেক এই নেতা আরও বলেন, ‘জাতিসংঘের প্রধান কার্যালয়ে আমাকে যে সম্মাননা দেয়া হলো, তাতে আমি আবেগাপ্লুত। এই সম্মান ধরে রাখার চেষ্টা করব। এই সম্মান শুধু আমার নয়, পুরো বাংলাদেশের।’

(ঢাকাটাইমস/২১জুলাই/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :