সংবিধানের বাইরে যাবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৭:২২ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৩, ১৭:১৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলে সমঝোতার বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ কমিশনের নেই।

সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কমিশনের এ অবস্থান তুলে ধরেন ইসি মো. আলমগীর। কমিশনারের সঙ্গে সাংবাদিকদের কথোপকথনে ভোট নিয়ে আন্তর্জাতিক নানা চেষ্টার প্রসঙ্গও উঠে আসে।

ভোট বর্জনের ঘোষণা দেওয়া কোনো দলকে নির্বাচনে আনতে নির্বাচন কমিশনকে মধ্যস্ততা করার সুযোগ সংবিধান দেয়নি জানিয়ে ইসি আলমগীর বলেন, ‘অনেক দল আছে, এর মধ্যে নিবন্ধিত ৪৪টি দল। সবাই তো অংশগ্রহণ করবে না। কেননা ভোটে অংশ নিতে অনেক সক্ষমতার বিষয় আছে।’

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি দাবি পূরণ না হলে ভোট বর্জনের আগাম ঘোষণা দিয়েছে। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনও এই দাবিতে বর্জন করেছিল তারা। ব্যাপক সহিংসতার মধ্যে হয় সেই নির্বাচন। ২০১৪ সালের সেই নির্বাচনে সব পক্ষকে আনতে দেশি বিদেশি নানা তৎপরতা ছিল। এবারও পশ্চিমা শক্তিশালী দেশগুলো চেষ্টা করে যাচ্ছে।

বিএনপি ও সমমনারা এবারও বলছে, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট হবে না, হতে দেওয়া হবে না।’

অন্যদিকে সরকার বলছে, ভোটে কেউ না আসতে চাইতেই পারে। বিএনপি না এলেও অনেক দল ভোটে আসতে প্রস্তুত।

সব দল ভোটে না এলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে কি না- জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচনে সব দল কখনো অংশ নেয় না। অতীতেও নেয়নি। অনেক দল আছে, এর মধ্যে নিবন্ধিত ৪৪টি দল। সবাই তো অংশগ্রহণ করবে না। কেননা ভোটে অংশ নিতে অনেক সক্ষমতার বিষয় আছে।’

এক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলে সমঝোতার আগ্রহ নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যে নির্বাচন কমিশনের কিছু করার নেই। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ কমিশনের নেই।

রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকজনের কংগ্রেসম্যানের বৈঠক কমিশনের কাজে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান তিনি।

আলমগীর বলেন, ‘ওই বিষয়ের সঙ্গে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই। এটা রাজনীতিবিদদের বিষয়। রাজনীতিবিদদের সঙ্গে তারা আলাপ করছেন। নির্বাচন কমিশনের কাজ কমিশন করছে।’

বিবাদমান রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আনতে নির্বাচন কমিশন কোনো উদ্যোগ নিতে পারে কি না, জানতে চাইলে ইসি আলমগীর বলেন, ‘সংবিধানে স্পষ্ট বলা রয়েছে নির্বাচন কমিশনের দায়িত্ব কী। সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। সেটা অসাংবিধানিক হবে।। আমরা যখন শপথ নিয়েছি, বলেছি যে সংবিধান মেনে চলব। সংবিধানে যা নেই তা কমিশন করতে পারে না।’

মো. আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ কী তা সংবিধানে স্পষ্ট করে বলা আছে। রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, ভোটার তালিকা প্রণয়ন ও আসনের সীমানা নির্ধারণ এবং সংসদ যদি আইন করে কোনো দায়িত্ব দেয়। নির্বাচন কমিশন সংবিধানের বাইরে গিয়ে কোনো কাজ করবে না।’

অন্য এক প্রশ্নে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ‘সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে। যখন যে নির্বাচনের সময় আসবে যথাসময়ে সে নির্বাচনগুলো করা হবে।’

তিনি বলেন, ‘সরকার পদ্ধতি ও নির্বাচন ব্যবস্থা কী, সেটা সংবিধানে বলা রয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব শুধু ইসির নয়; সরকার, ভোটার, প্রার্থী সকলের দায়িত্ব। আইনে যেটুকু বলা আছে ততটুকু ইসির দায়িত্ব।’

(ঢাকাটাইমস/১৪আগস্ট/আরআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রাজধানীর যানজট নিরসনে আন্তঃজেলা বাসের ‘গেটলক’ সিস্টেম চালু, অমান্য করলেই ব্যবস্থা

চাকরির বয়স ৩৫ করার দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা 

বিশ্বে প্রতিযোগিতা করার মতো শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঈদুল আজহার সরকারি ছুটি কতদিন মিলবে

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসারের উপাদান

দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত: স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে: সিমিন হোসেন

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :