গোপালগঞ্জে বিএনপির দুই উপজেলা ও এক পৌরসভার সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ও পৌরসভা এবং কাশিয়ানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ও বিকালে দুই উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে মুকসুদপুরে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আ. সালাম খান। বিকালে কাশিয়ানীর মহেশপুর ইউনিয়নে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা।
উভয় সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।
দুই উপজেলায় সম্মেলনের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম।
এসময় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন বেগম, সহ-সভাপতি রাহেলা বেগম, সাংগঠনিক সম্পাদক আফরোজা খাতুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, সদস্য সচিব মাহমুদুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া মকসুদপুরে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আ. সালাম খান, সদস্য সচিব তরিকুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক জোহরা বেগম ও পৃথবিরাজ, বিএনপি নেতা শফিকুল ইসলাম, মুন্নু মুন্সী, ওহিদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বাশার টুলটু বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়া, বিএনপি নেতা রুস্তম মোল্যা, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মিন্টু, সদস্য সচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, সদস্য সচিব কাইউম শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব , সদস্য সচিব কাইউম মুন্সী, যুগ্ম আহ্বায়ক মোস্তফা গাজী , রাজীব শরীফ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুরাদ মল্লিক, শ্রমিক দল নেতা রাকিবুল হাসান, সুবেল, শহিদুল মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর , সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, পৌরসভা ছাত্রদলের সভাপতি আশিক মুন্সী, সাধারণ সম্পাদক শাকিল শরীফ, মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী ও সাধারণ সম্পাদক মহসিন মোল্যা প্রমুখ।
এদিকে কাশিয়ানীতে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম শেখ, বিএনপি নেতা মোস্তফা কামাল বকুল লস্কর, শফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সদস্য সচিব সুজাউদ্দিন সিকদার অপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও মুকসুদপুর উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি - সাধারণ সম্পাদক ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কাশিয়ানি উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি - সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/জেবি/পিএস)

মন্তব্য করুন