কাশিয়ানী উপজেলা বিএনপির সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৪, ২৩:৩৫
অ- অ+

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শনিবার কাশিয়ানীর মহেশপুরে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।

সম্মেলন উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সিকদার শহিদুল ইসলাম লেলিন, ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন বেগম, সহ-সভাপতি রাহেলা বেগম, সাংগঠনিক সম্পাদক আফরোজা খাতুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদুল হাসান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সেলিম শেখ, বিএনপি নেতা মোস্তফা কামাল বকুল লস্কর, শফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল, সাবেক ছাত্রদল নেতা বিল্লাল খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফুরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, ছাত্রদলের সদস্য সচিব সুজাউদ্দিন সিকদার অপু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম সোহেল প্রমুখ।

এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১১মে/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা