নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

কুমিল্লার বুড়িচং উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নিহত হয়েছে পুষ্প আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রী।
শনিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পুষ্প আক্তার বুড়িচং সদর হরিপুর গ্রামের শিপন মিয়ার মেয়ে। সে বুড়িচং রহিমা খাতুন বালিকা মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসানাত খন্দকার।
তিনি বলেন, দুপুরে পুষ্প আক্তারের নানার বাড়ির পাশের পুকুরে ৩ জন পড়ে যায়। ২ জন পুকুর থেকে উঠতে পারলেও পুষ্প আক্তার উঠতে পারেনি। পরে রাত সাড়ে ৯ টায় চাঁদপুর থেকে ডুবুরি এসে পুকুর থেকে পুষ্প আক্তারের লাশ উদ্ধার করে।
স্থানীয় মো. ইকবাল হোসেন জানান, আমরা সারাদিন পুকুরে নেমে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। পরে ডুবুরি এসে লাশ উদ্ধার করে।
(ঢাকাটাইমস/১১মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন