ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় লিটন মিয়া (২০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের একটি ব্রিজের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।।
নিহত লিটন মিয়া শহরের মেড্ডার বনানী পাড়ার মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে রক্তাক্ত অবস্থায় লিটনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। হত্যাকাণ্ডের পেছনে যে বা যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকা টাইমস/১১মে/এসএ)

মন্তব্য করুন